কলকাতা : একুশে জুলাইয়ের শহীদ দিবস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, কংগ্রেসের থেকে শহীদ দিবস চুরি করেছে তৃণমূল কংগ্রেস।
সোমবার সুকান্ত মজুমদার বলেছেন, “এটা তৃণমূল কংগ্রেসের শেষ ২১ জুলাই, যা তাঁরা ক্ষমতায় থাকাকালীন পালন করছে। এটি ছিল কংগ্রেসের শহীদ দিবস; তারা কংগ্রেসের কাছ থেকে এটি চুরি করেছে। আগামী সময়ে, অন্য কেউ তাদের কাছ থেকে এটি চুরি করবে।”
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই রাজ্য যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ‘মহাকরণ অভিযানে’ নেমেছিল যুব কংগ্রেস। সেই আন্দোলনে কলকাতার রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ২১ জুলাই ‘শহিদ সমাবেশ’ করে তৃণমূল।

