নিজস্ব প্রতিবেদন, লাউদোহা: ২০২২ সালের ২৬ জানুয়ারি দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনিতে কয়লা কাটতে গিয়ে কয়লার চাল চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের চারজনের। সেই সময় ঘটনাটি নিয়ে হইচই পড়েছিল এলাকায়। মৃত পরিবারের পাশে দাঁড়িয়ে ছিল এলাকার তৃণমূল নেতৃত্ব। অসহায় পরিবারটির সদস্যদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছে দল। মঙ্গলবার শাসকদলের পক্ষ থেকে ওই পরিবারের সদস্যদের পুজো উপলক্ষে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী দেওয়া হয় তুলে দেওয়া হয় গোগলা অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে। এদিন দলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও তৃণমূলের পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি সহ দলের অন্যরা পরিবারটির বাড়ি গিয়ে তাঁদের হাতে নতুন বস্ত্র, রেশন সামগ্রী তুলে দেন। গৌতমবাবু জানান, পরিবারটির পাশে দল সব সময় রয়েছে, আগামী দিনেও থাকবে।
এর পাশাপাশি গোগলা পঞ্চায়েতের উদ্যোগে চলতি মাসের ৯ তারিখ দলের ডাকে পশ্চিম বর্ধমান থেকে কলকাতায় গিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। ফেরার পথে বাসে দুর্ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল কর্মী রাজেশ কোঁড়া। দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়েছে দল। আজ পর্যন্ত তাঁর সমস্ত রকম চিকিৎসার দায়িত্ব এবং পরিবারের জন্য খাদ্য সংস্থান করছে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস। বগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে, বগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলের কর্মীদের পাশে তো থাকছেই, এর পাশাপাশি স্থানীয় মানুষদের পাশে সবসময় রয়েছে। গৌতমবাবু জানান, দলের কর্মী রাজেশের ™রিবারের সকল সদস্যদের জন্য নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল এদিন। যতদিন পর্যন্ত না তাঁদের দলের কর্মী রাজেশ একেবারে সুস্থ হয়ে নিজের কাজ করতে সক্ষম হচ্ছেন, ততদিন তাঁর পরিবারের দায়িত্ব দলের।