কলকাতা: ৯ দিন পর বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্রবেশ করেই সোমবার ফের বিক্ষোভের মুখে পড়লেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।
অভিযোগ, এসএফআইয়ের ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এদিন। রীতিমতো হাতজোড় করে অফিসে ঢোকেন ওমপ্রকাশ মিশ্র। তারপর অধ্যাপকের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন ছাত্রীরা।
এতেই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন ওমপ্রকাশবাবু। তিনি বলেন, “এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। আমি কাউকে ভয় পাই না।” সব মিলিয়ে বৈঠকের আগে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, যাদবপুর-কাণ্ডের তদন্তে রবিবার অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর কালিকাপুরের বাড়িতে তাঁর বয়ান রেকর্ড করতে যায় যাদবপুর থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর-এ নাম আছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ওমপ্রকাশ মিশ্রর।