নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বর্ধমানে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এ কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের। সঙ্গে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এছাড়াও একটি দোকান ও একটি ক্যান্টিন ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তাঁরা এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছে রাতের অন্ধকারে প্রায় ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতী এসে এই ভাঙচুর চালায়। তৃণমূল পার্টি অফিসের মধ্যে জানলা, দরজা, ফ্যান, লাইট, সাবমিটার সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং কিছু জিনিস লুঠও করা হয় বলে অভিযোগ। তার মধ্যে দুটো টিভিও নিয়ে যায় দুÜৃñতীরা। পাশাপাশি ক্যান্টিনের অর্ধেক ইটের দেওয়াল সম্পূর্ণ ভাবে ভেঙে দেওয়া হয়। যার ফলে ওপরের চালাটিও পড়ে যায়। তার সঙ্গে সেই পার্টি অফিসের সামনে রাস্তার ওপর থাকা সিসিটিভি ক্যামেরাটিও ভেঙে দেয় দুষ্কৃতীরা।
তৃণমূল নেতা অর্পণ চ্যাটার্জি জানিয়েছেন, এই ভাঙচুরের ঘটনায় তাঁরা বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোষীদের কড়া শাস্তির আবেদন করেছেন তিনি।