বিজেপির জয়ী প্রার্থী দল বদলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের শপথে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিজেপির জয়ী প্রার্থী দল বদলের ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান হিসাবে শপথ নিতেই শুরু হল রাজনৈতিক তরজা।
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতে মোট ন’টি আসন। পঞ্চায়েত নির্বাচনে পাঁচটি বিজেপির দখলে ছিল এবং চারটি দখল করে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের দিনই কোচডিহি পঞ্চায়েতের ১৪৯ নম্বর আসনে বিজেপির জয়ী প্রার্থী পার্বতী বাউরী তৃণমূলে যোগদান করেন। এই যোগদানের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই দল বদলু ওই প্রার্থীকে প্রধানের দায়িত্ব দেওয়া হয় শাসকদলের পক্ষ থেকে। কোচডিহি গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান পার্বতী বাউরির দাবি, বিজেপিতে থেকে এলাকায় উন্নয়ন করা সম্ভব নয়, তাই তিনি এলাকার উন্নয়ন করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল তাদের জয়ী প্রার্থীকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাচ্ছে, তারপর প্রশাসনের মদত নিয়ে ক্ষমতার বলে এসব করছে। এই ক্ষমতা বেশি দিন থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =