ওয়াকফ বিলের বিরোধিতা করল তৃণমূল, লোকসভায় সরব কল্যাণ

নয়াদিল্লি : ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস।

বুধবার লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর পক্ষ থেকে, আমি বিলটির সম্পূর্ণ বিরোধিতা করছি। আমার বক্তৃতার মূল কথা হলো, ‘তু হিন্দু বনেগা না মুসলিম বনেগা। ইনসান কি ওওলাদ হ্যায় ইনসান বনেগা’।”

উল্লেখ্য, গতকালই ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী বুধবার লোকসভায় ওয়াকফ সংক্রান্ত দু’টি বিল পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীদের প্রবল বিরোধিতার মধ্যে এদিন দুপুর ১২টা নাগাদ ‘দ্য ওয়াকফ সংশোধনী বিল ২০২৫’ এবং ‘দ্য মুসলমান ওয়াকফ (রিপিল) বিল ২০২৪’ সংসদের নিম্নকক্ষে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =