মেদিনীপুর: চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সিপিআইএম এবং আইএসএফ-এর বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ঘটনায় বার বার শিরোনামে উঠে এসেছে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কৃষ্ণপুরের গ্রাম। সেইসব ঘটনায় অভিযোগের তীর ছিল শাসক দলের বিরুদ্ধে। এবার ছবিটা অন্যরকম। সিপিআইএমও আইএসএফের বিরুদ্ধে তৃণমূল পার্টি অফিসে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা প্রচারে ব্যস্ত। আর সেই সুযোগে বাম এবং আইএসের কর্মীরা কৃষ্ণপুরের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ তৃণমূলের। অঞ্চলের নির্বাচন কমিটির সভাপতি আরমান আলি খান জানান, আইএসএফ ও সিপিআইএম কর্মীরা প্রচারে বেরিয়েছিল, হঠাৎ আমাদের কার্যালয়ের দিকে তেড়ে আসে। কার্যালয়ের ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে ফেলা হয়। মারধর করা হয় কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের। তৃণমূল কংগ্রেস কর্মীরাও পাল্টা মারধর শুরু করলে ছুটে পালিয়ে যায় আইএসএফ ও সিপিআইএম কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনা এলাকায়।