শুভেন্দু আর তরুণজ্যোতিকে আইনি নোটিশ তৃণমূল সাংসদ অপরূপার

নিয়োগ দুর্নীতিতে জড়িত আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, এমন অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু নথি সোশ্যাল সাইটে সবার সামনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ তৃণমূল সাংসদ অপরূপার। সূত্রে খবর, শুক্রবার পালটা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির নামে নোটিশ পাঠান তৃণমূল সাংসদ। এখানেই শেষ নয়,পাশাপাশি, অপরূপা শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন
থানায় অভিযোগ জানানোর পরই ঘটনাটি ট্যুইট করেন সবার গোচরেও আনেন তৃণমূল সাংসদ। সেখানে তিনি লেখেন, ‘শুভেন্দুদা, তরুণজ্যোতি তেওয়ারি দা এবার সম্মান দিয়ে বললাম। আপনাদের নামে কেস করলাম। শ্রীরামপুর থানায় অভিযোগ করলাম। এবার আপনারা আসল পেপারটা সামনে আনুন। সিবিআই ইডিকে দিন কোর্টেই দেখা হবে। এর যোগ্য জবাব আপনারা পাবেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে আরামবাগ তৃণমূল সাংসদও রয়েছেন এই মর্মে অপরূপা পোদ্দারের কয়েকজন চাকরিপ্রার্থীদের জন্য একটি সুপারিশ পত্র টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই একই চিঠি সামাজিক মাধ্যমে শেয়ার করেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি। এই ঘটনায় মানহানি হয়েছে বলে দাবি করেই শুক্রবার শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়েরের পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং তরুণ জ্যোতি তেওয়ারিকে নোটিশ পাঠান অপরূপা পোদ্দার। একইসঙ্গে অপরূপা এও জানান, সামাজিক মাধ্যমে তাঁকে কালিমালিপ্ত করতে এ ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে। অবিলম্বে ক্ষমা না চাইলে ২০ লাখ টাকার মানহানির মামলা করা হবে।
যদিও ট্যুইট মাধ্যমেই বিষয়টি নিয়ে অপরূপাকে পালটা জবাব দিতে ছাড়েননি বিজেপি নেতা তরুণ জ্যোতিও। তিনি লেখেন, ‘আফরিন আলি ম্যাডাম আপনার নোটিশ আসলে উত্তর নিশ্চয়ই দেব।। তার আগে তৈরি হন সিবিআইকেউত্তর দেওয়ার জন্য।। আর সংস্কৃতির কথা আপনার অথবা আপনার পরিবারের কারও মুখে মানায় না।। আপনার স্বামীর সেই বিখ্যাত ভিডিয়োটা এখনও সংবাদমাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে। আর নারদা নিয়ে নতুন করে না হয় নাই বললাম।’ প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইটে একটি ছবি প্রকাশ করে দাবি করেন, গত ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তাঁর নিজস্ব প্যাডে চাকরির জন্য ৭ জনের নাম তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =