চুঁচুড়ায় বিজেপি কর্মীকে তৃণমূল বিধায়কের মারধর, প্রতিবাদে অবরোধ, গ্রেপ্তার ৪

হুগলি: হুগলি জেলার চুঁচুড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি জেলা জুড়ে। লাঠি হাতে তৃণমূল বিধায়কের মারধরের প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন বিজেপির বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিন চন্দনগর বিধানসভার উত্তর চন্দনগর মণ্ডলের পক্ষ থেকে তালডাঙা মোড়ে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিজেপি পথ অবরোধ করে। পাশাপাশি বাঁশবেড়িয়া মণ্ডলের পক্ষ থেকে ত্রিবণী মনসাতলা মোড়ে ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত বিজেপির পথ অবরোধ চলে। এই কর্মসূচি চলাকালীন পুলিশ আসলে পুলিশের সঙ্গে বচসা হয় বেশ কিছুক্ষণ। প্রসঙ্গত উল্লেখ্য, চুঁচুড়ায় বিজেপির মিছিলে হামলার পর গুরুতর আহত হন বিজেপি হুগলির সংগঠনের সহ সভাপতি রাজীব নাগ। তিনি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমনকী তাঁর বাড়িতেও হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ। শনিবার হুগলি জেলা সহ অন্যান্য জেলাতে বিজেপির সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই মতো আন্দোলন শুরু করে বিজেপি। তবে চুঁচুড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে এবং তাদের এদিন কোর্টে তোলা হয়। এই বিষয়ে এক বিজেপি কর্মী জানান, ™ুলিশ আমাদের মিথ্যে কেস দিয়ে গ্রেপ্তার করেছে। বিধায়ককে মারধর করা হয়নি। এটা বিজেপির শিষ্টাচারের বিরুদ্ধে। অপরদিকে বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, বিধায়ক নিজে মারলেন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। যাদের নাম পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়। বিজেপি কর্মীরা থানায় অভিযোগ জানাতে এলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যেভাবে বিজেপি কর্মীদের মারা হয়েছে কারোর কিছু ঘটে গেলে তার দায় বিধায়কের ওপরেই যাবে। যদিও তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে। এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকে ফিরছিলাম সেই সময় তার গাড়ি আটকে হেনস্তা করা হয়। ফেরার পথে ২০-২৫ টা লোক তৃণমূল সব চোর চোর বলে স্লোগান দিতে থাকে। খাদিনামোর তৃণমূল পার্টি অফিসে সে সময় মিটিং চলছিল। বিধায়ককে আক্রান্ত হতে দেখে মহিলা তৃণমূল কর্মীরা বেরিয়ে পরেন এবং মহিলারাই বিজেপি কর্মীদের এলাকা থেকে চলে যেতে বলে। তবে পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =