কলকাতা: ‘দেখবি আর জ্বলবি আর লুচির মতো ফুলবি।’ লুচি ভেজে অভিনব প্রতিবাদ-আন্দোলনে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যজোড়া দুর্নীতির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে একদিন আগেই নবান্ন (Nabanna) অভিযানের ডাক দিয়েছিল বিজেপি । এবার তাঁর ২৩ ঘণ্টা কাটতে না কাটতেই একেবারে কড়াই-উনুন নিয়ে আন্দোলনে নামতে দেখা গেল তৃণমূলকে। প্রতিবাদ কর্মসূচির আয়োজনে তৃণমূল মহিলা কংগ্রেস। নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা, সাংসদ মালা রায়। ‘এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই’, এই স্লোগান দিয়েই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে নামলেন তাঁরা।
কিন্তু কড়াই উনুন, লুচি ভাজা? চন্দ্রিমা-মালাদের দাবি, এজেন্সিগুলির যে নিরপেক্ষ ভাবমূর্তি তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্র। উল্টে মুখে চাকরির প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি মোদী সরকার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই রাজ্য সরকারের দায়িত্ব পালন করে চলেছেন। সে কারণেই তাঁদেরই এই কড়াই-উনুন নিয়ে লুচি ভেজে অভিনব প্রতিবাদ। মমতার উন্নয়ন খতিয়ান দিয়েই চন্দ্রিমাদের তির্যক স্লোগান, ‘দেখবি আর জ্বলবি আর লুচির মতো ফুলবি।’
বুধবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে এই অভিনব প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের বহু মহিলা কর্মী-সমর্থক। সকলে মিলে হাত হাত মিলিয়ে এদিন লুচি ভাজেন। সঙ্গে পোস্টার নিয়ে চলে স্লোগানিং। এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে চন্দ্রিমা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের একটা দায়বদ্ধতা আছে। তাঁদেরও চাকরি দেবার একটা দায়িত্ব আছে। কিন্তু, কেন্দ্র সরকার দেখি না চাকরি দিচ্ছে। উল্টে আমরা দেখি কর্মসঙ্কোচন হচ্ছে। কর্মসংস্থান তো দূরের কথা, চল্লিশ শতাংশ বেকারত্ব বেড়েছে।’