দিদির রক্ষা কবচ নিয়ে আরামবাগবাসীর পাশে থাকার বার্তা তৃণমূল নেতৃত্বের

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত। পঞ্চায়েত ভোটের আগে বিপুল জনসংযোগের লক্ষ্যমাত্রা নিয়ে নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই কর্মসূচি ঘোষণা করেন। বৃহস্পতিবার এই জনমুখী কর্মসূচির কাউন্টডাউন শুরু হল আরামবাগ ব্লকে। রীতিমতো প্রেস কনফারেন্স ডেকে দিদির সুরক্ষা কবজ ও দিদির দূত কর্মসূচির সূচনা করেন আরামবাগ ব্লক ও শহর তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পের অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবে। কথা বলবেন মানুষের সঙ্গে। জানাবেন সরকারি প্রকল্পের খুঁটিনাটি। এই জন্য তৃণমূলের পক্ষ থেকে ‘দিদির দূত’ নামক একটি অ্যাপও চালু করা হয়েছে। এদিনের এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার, আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা,তৃণমূল নেতা স্বপন নন্দী-সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান-সহ তৃণমূল নেতৃত্ব। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল নেতৃত্ব নাকি মানুষকে জানাবেন রাজ্য সরকারের ১৫টি ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্পের খুঁটিনাটি। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘জয় বাংলা’, ‘ঐক্যশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘যুবশ্রী’, ‘নিজ গৃহ নিজ ভূমি’, ‘খাদ্যসাথী’, ‘কন্যাশ্রী’ সহ আরো একাধিক প্রকল্প। কোনও প্রকল্প পেতে অসুবিধা হচ্ছে কি না, তা-ও জানতে চাইবেন দিদির দূতরা। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও পরামর্শ থাকলেও তা নথিভুক্ত করে নেবেন দিদির দূতরা। তারপর অ্যাপের মাধ্যমে তা চলে আসবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এই বিষয়ে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার বলেন, এই কর্মসূচির উদ্দেশ্যে হল বাংলার প্রতিটি পরিবার যাতে দিদির সুরক্ষা কবচের অন্তর্ভুক্ত সকল প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করা। বাংলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি। অপরদিকে আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় জানান, আগামী ১১ জানুয়ারি থেকে ১৫ টি প্রকল্পকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডবাসীর কাছে যাওয়া হবে। দিদির দূত হিসাবে প্রতিটি বাড়িতে গিয়ে কথা বলা হবে। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত কর্মসূচি তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =