হরিশ্চন্দ্রপুর : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদলের মালদার হরিশ্চন্দ্রপুর অঞ্চল কমিটির সভাপতি সঞ্জীব গুপ্তার একটি ছবি ঘিরে হরিশ্চন্দ্রপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাত থেকে ওই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি এলাকার দেওয়ালজুড়ে পোস্টারে ছেয়ে গেছে।
পোস্টারে লেখা হয়েছে, “রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার। গদ্দার হটাও, তৃণমূল বাঁচাও।” তৃণমূলের একাংশ সরাসরি সঞ্জীব গুপ্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তিনি দলীয় পদে থেকে বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন। এমনকি, তাকে দল থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন অনেকে।
তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি নোংরা রাজনীতি ছাড়া কিছুই নয়। তার বক্তব্য, শুভেন্দু অধিকারি তৃণমূলের প্রাক্তন নেতা এবং তাদের মধ্যে পূর্ববর্তী সম্পর্ক রয়েছে। সম্প্রতি হোটেলে দেখা হওয়ার পর সৌজন্যতাবশত একসঙ্গে চা খাওয়া হয়েছে। তিনি আরও বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।”
অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে তাদের শক্তি বৃদ্ধির প্রমাণ বলে দাবি করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আরও তৃণমূল নেতা তাদের দলে যোগ দেবেন।