কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত্যু মালদার দিনমজুর শ্রমিকের, মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্বরা

কাশ্মীরে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদা গাজোল থানা এলাকার এক শ্রমিকের। গত শনিবার এই পথ দুর্ঘটনায় মৃত্যুর পর মঙ্গলবার রাতে কফিনবন্দি মৃত শ্রমিকের দেহ মালদা গাজোলের গ্রামের বাড়িতে ফেরে। বুধবার সকালে গাজোল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের কদমতলী এলাকার মৃত শ্রমিকের বাড়িতে দেখা করতে যান তৃণমূলের জেলা সভাপতি আধুর রহিম বক্সী, গাজোল তৃণমূল ব্লক সভাপতি মানিক প্রসাদ সহ অন্যান্যরা। ওই মৃত শ্রমিকের পরিবারের হাতে কুড়ি হাজার টাকা নগদ তুলে দেওয়া হয় জেলা তৃণমূল নেতৃত্বেরের পক্ষ থেকে।  পাশাপাশি এই পরিবারটিকে বিভিন্ন সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে তৃণমূলের জেলা সভাপতি আধুর রহিম বক্সী।

স্থানীয় তৃণমূল ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম নবাব শরিফ (২৪)। তার বাড়ি গাজোল থানার কদমতলী এলাকায়। একমাস আগে কাশ্মীরে গিয়েছিলেন দিনমজুরির কাজে। গত শনিবার একটি চার চাকার ম্যাজিক ভ্যান গাড়িতে করে কাজে যাওয়ার সময় পথদুর্ঘটনায় কাশ্মীরে মৃত্যু হয় ওই যুবকের। এরপর কাশ্মীর থেকে মালদার গ্রামের বাড়িতে ওই শ্রমিকের মৃত্যুর খবর জানানো হয়। মঙ্গলবার রাতে মৃতদেহ মালদা গাজোলের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে পুলিশ। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আধুর রহিম বক্সী জানিয়েছেন,  ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গাজলের কদমতলী এলাকায় ওই শ্রমিকের মৃত্যুর খবর জানার পরই তার পরিবারের সঙ্গে দেখা করেছি। ওই শ্রমিকের বাবা মণিরুল হক হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি এই পরিবারটিকে সবরকম ভাবে সহযোগিতার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =