নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়িছাড়া করার হুঁশিয়ারি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়িছাড়া করার হুঁশিয়ারি ওন্দার বিধায়কের। ২৪ এর নির্বাচনের পর তৃণমূল জেলা যুব সভাপতি এবং ব্লক সভাপতিকে বাড়িছাড়া করার হুঁশিয়ারি পাশাপাশি পুলিশকেও একহাত নিলেন ওন্দার বিধায়ক। বিধায়ককে পালটা হুঁশিয়ারি তৃণমূল জেলা যুব সভাপতির।
বাঁকুড়ার পাত্রসায়েরে বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা। মঞ্চে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপস্থিতিতে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বিতর্কিত মন্তব্য করে বসলেন। হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপী দত্তকে এবং পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত মুখোপাধ্যায় ওরফে বুলে মুখোপাধ্যায়কে। প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ওন্দার বিধায়ক কর্মীদের উদ্দেশে বলেন, ‘২০২৪ সালের পর গোপী দত্ত এবং বুলে মুখোপাধ্যায়কে পাত্রসায়েরে পাওয়া যাবে না আমরা এটা দেখতে চাই। তাঁদেরকে আমরা ঘরছাড়া করবই করব, কারও বাবার ক্ষমতা নেই, পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই যে তাঁদেরকে আটকায়।’ পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আপনারা মমতা বেগমের চামচাগিরি করে কতদিন বাঁচবেন।’
এমনকি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও ওন্দার বিধায়ক তৃণমূল যুব সভাপতির উদ্দেশে বলেন, ‘মনে করলে এখনই গোপী দত্তকে বাড়িছাড়া করতে পারি, আমার কর্মীগুলো যদি ঠিক থাকে।’ পালটা প্রতিক্রিয়া বিষ্ণপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্তর। তিনি বলেন, ‘আমি এলাকার মানুষকে বলব এদেরকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে এলাকার উন্নয়ন করার জন্য মানুষের পাশে থাকার জন্য। এরা ভোটে জিতে উন্নয়নের কথা ভুলে গিয়েছে, মানুষের পাশে থাকার কথা ভুলে গিয়েছে, এরা ঘরছাড়ার কথা বলে, এই তো এমএলএ, এই তো বিজেপি দল, এই তো তাদের সংßৃñতি।’ তবে অমরনাথ শাখার উদ্দেশে তিনি বলেন, ‘এটা তাঁর দিবা স্বপ্ন, স্বপ্নের দুনিয়ায় থাকুন, বাস্তবে এলে বাস্তব চিত্রটা অনেক কঠিন আর কঠিন থেকে কঠিনতর কী ভাবে করতে হয় সেটা আমি জানি। আমরা জেতার আগে উন্নয়নের বার্তা দিয়েছিলাম আর এরা যে তার আগে ঘর ছাড়ার বার্তা দিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =