নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রাক্তন প্রধান। আগেই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল নেতা অনিমেষ বাইনের বিরুদ্ধে। ফের সেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধেই। নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে বুধবার বাগদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পকসো আইনে মামলার রুজু করেছে বাগদা থানার পুলিশ। ধৃতকে বাগদা থানার পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বনগাঁ আদালতে তোলা হয় পুলিশ হেপাজতে চেয়ে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে তৃণমূল করলেও বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই বরং বিজেপির সঙ্গে আঁতাত করে আগামী পঞ্চায়েত নির্বাচনের বিজেপির প্রার্থী হতে চাইছেন। ™াল্টা বিজেপির দাবি, তৃণমূল নেতাদের এটাই কালচার তাই নিজেদের দোষ ঢাকতে বিজেপির নাম নিতে হচ্ছে। তবে তৃণমূল নেতাদের আসল রূপ মানুষ জেনে গেছে তাই বাংলার মানুষ আগামী দিনে এই অত্যাচারের উপযুক্ত জবাব দেবে তবে অভিযুক্ত তৃণমূল নেতার কঠোর শাস্তির ব্যবস্থা দেওয়া হোক প্রশাসনের কাছে আমাদের অনুরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =