ক্যানিং : পুলিশের জালে ধরা পড়ল এক তৃণমূল নেতা। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান,প্রাক্তন অঞ্চল সভাপতি খতিব সর্দার গ্রেফতার হল বৃহস্পতিবার রাতে। বারুইপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
পুলিশ সূত্রের খবর ২০১৭ সালে একটি পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন খতিব। বিগত বেশ কয়েকমাস ধরে ক্যানিং এলাকায় থাকছিলেন না এই তৃণমূল নেতা।
ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস দাবি করেছেন এক সময় তৃণমূল দল করলেও সমাজ বিরোধী কাজে জড়িয়ে যাওয়ায় দল তাকে ত্যাগ করেছিল। আইনত শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক।

