পশ্চিম বর্ধমান : “পরিস্থিতি এমন যে কোর্টও বলছে এটা সিস্টেমেটিক দুর্নীতি। তৃণমূল বাংলার বর্তমান এবং ভবিষ্যত উভয়কেই সংকটে ফেলে দিয়েছে।” শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামের জনসভায় এই মন্তব্য করেন।
যা হচ্ছে পশ্চিমবঙ্গে তা খুব চিন্তার। প্রাইমারি এডুকেশন হোক বা উচ্চশিক্ষা হোক সব জায়গায় একই অবস্থা। হাজার হাজার শিক্ষকদের চাকরি গেছে এর কারণ হল একমাত্র তৃণমূলের দুর্নীতি। এর ফলে চাকরিহারা পরিবারগুলোতে সমস্যা তো হচ্ছেই পাশাপশি পড়ুয়াদের ভবিষ্যত অন্ধকারে।
তৃণমূলের মা মাটি মানুষের সরকারে বাংলার মেয়েদের সঙ্গে যে অন্যায় হচ্ছে যেখানে হৃদয় ভারাক্রান্ত হয় এবং প্রবল রাগ ও হয়।
এই মাটি ড. কাদম্বরী গাঙ্গুলির যিনি প্রথম আধুনিক মহিলা ডাক্তার ছিলেন। আজ তাঁর জন্মদিন। কিন্তু পশ্চিমবঙ্গের হাসপাতাল সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন মহিলা ডাক্তারের উপর অত্যাচার হওয়ার পর তৃণমূল কিভাবে অপরাধীদের আড়াল করতে উঠে পড়ে লেগেছিল।
এই ঘটনার পর পরই দেখা গেল তৃণমূলের এক সদস্য এক বোনের উপর অত্যাচার করল। তৃণমূলের বড় নেতা, মন্ত্রী তাকে বাঁচাতে চাইছিল। এরকম বহু উদাহরণ রয়েছে। এই নির্মমতা থেকে বাংলাকে মুক্ত করতে হবে।”
তৃণমূল সরকারের পতন হলে বাংলা নতুন গতিতে দৌড়াবে, সভায় চড়া সুর মোদীর
“যেদিন তৃণমূল সরকারের পতন হবে সেদিন থেকে বাংলা নতুন গতিতে দৌড়াবে। তৃণমূল সরকার গেলে তবেই আসল পরিবর্তন হবে। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে।” শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামের জনসভায় এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আমি আপনাদের বলছি বাংলার পরিস্থিতি বদলানো সম্ভব। বিজেপি সরকার এখানে আসার পর পশ্চিমবঙ্গ অন্যতম শিল্পোন্নত রাজ্য হয়ে উঠবে। আমার এই বিশ্বাসের কারণ হল এখানকার প্রতিভাবান যুব সমাজ। এখানে নদী আছে সমুদ্র আছে। এটা বহুযুগ ধরে ইমপোর্ট, এক্সপোর্ট কেন্দ্র।
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাওয়ার সব সম্ভবনা রয়েছে। কেবল এখানে তৃণমূল সরকার বাংলার বিকাশের পথে অন্তরায়।
বন্ধুরা, বিকশিত ভারত বানাতে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই কারণে আজ বিজেপি আপনাদের আশীর্বাদ চাইছে। অসমে দীর্ঘ সময় পর বিজেপি এসেছে। আজ আসাম দুর্দান্ত গতিতে এগোচ্ছে। ত্রিপুরাতেও বিজেপি সরকার দুর্দান্ত কাজ করেছে। ওড়িশায় বিজেপি সরকার গঠন করেছে। ওড়িশাতেও দেখবেন খুব দ্রুত বিকাশ হবে।
তাই একবার বিজেপিকে সুযোগ দিন। যারা ঈমানদার, দমদার। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প। আমাদের দুর্গাপুরের হৃত গৌরব উদ্ধার করতে চাই। এর জন্য দরকার নতুন বিনিয়োগ। যুব সমাজের শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার দরকার। কিন্তু যতদিন তৃণমূল আছে ততদিন হবে না।”

