হুগলি: আরামবাগ মহকুমার গোঘাটের কামারপুকুরে সিপিএমের প্রচারে বাধা। প্রার্থীদের ঘিরে হেনস্তার অভিযোগ। প্রতিবাদে বিডিও অফিসে ধরনা সিপিএমের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, কামারপুকুর পঞ্চায়েতের শ্রীপুর সারদাপল্লি এলাকায় মঙ্গলবার তিন প্রার্থী সহ সিপিএম সমর্থকরা নির্বাচনী প্রচারে যায়।
অভিযোগ, সেখানেই লাঠি নিয়ে বেশ কয়েকজন প্রচারে বাধা দেয়। নানাভাবে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী প্রার্থীদের হেনস্তা করা হয় বলে অভিযোগ।
পুরো ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। এই বিষয়ে বাম নেতা তিলক ঘোষ জানান, নমিনেশনের প্রথম দিন থেকেই বারে বারে সিপিএম কর্মীদের ওপর হামলা হচ্ছে। প্রার্থীদের ভয় দেখানো থেকে শুরু করে বাড়িতে হামলা ও হেনস্তা করা হচ্ছে। তার প্রতিবাদেই এই ধরনা। যাতে করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। তাদের দাবি, সিপিএম বরাবর গোঘাট জুড়ে সন্ত্রাস করে এসেছে। সাধারণ মানুষ তৃণমূলের আমলে স্বাধীনভাবে বাঁচার সুযোগ পেয়েছে। কোনও হেনস্তা করা হয়নি। পুলিশ প্রশাসন আছে বিষয়টা দেখবে। অন্যদিকে খবর পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় গোঘাট থানার পুলিশ। তবে ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তর দাবিতে বিডিও অফিসের সামনে ধরনায় বসে বাম প্রার্থীরা। সুচিত্রা রায় ঘোষ, বিকাশ পাল, মিতা কয়রা ও বাম প্রার্থী সুভাষবাবু-সহ অন্যান্যরা বিডিও অফিসে ধরনায় বসেন। দীর্ঘক্ষণ ধরনায় বসে থাকার পর অবশেষে বিডিও-র আশ্বাসে ধরনা থেকে উঠে যায় বাম প্রার্থীরা। সবমিলিয়ে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।