আসানসোলে লেনিনের মূর্তিতে মালা তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: আসানসোল প্রধান বাসস্ট্যান্ডে লেনিনের মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মাল্যদানের পরে তাঁকে লেলিনকে মালা পরানো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘লেনিন হলেন আমাদের সংßৃñতির মধ্যে অন্য মনীষীদের মতো একজন মনীষী।’
এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করল আসানসোল উৎসব কমিটি। আসানসোলে গির্জা মোড় থেকে জিটি রোড ধরে রাহালেন মোড় পর্যন্ত এই শোভাযাত্রায় যায়। এই শোভাযাত্রায় সম্পূর্ণ বাঙালি পোশাকে দেখা গেল অভিজিৎ ঘটক ও নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। অপরদিকে নিত্যদিনের মতো সাদা পায়জামা পাঞ্জাবি পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মলয় ঘটক। এই শোভাযাত্রায় বাংলার বিভিন্ন সংßৃñতিকে তুলে ধরা হয় যেমন এই শোভাযাত্রায় ছিল মহিলা ঢাকি, রণপা, আদিবাসী নৃত্য। শোভাযাত্রা শুরুর আগে ঘোষণা করা হয় শোভাযাত্রা পথে যে সব মনীষীদের মূর্তি আছে, তাতে মাল্যদান করবেন এই উৎসব কমিটিতে থাকা নেতৃত্ববৃন্দ।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘নববর্ষের সঙ্গে বছরের বাকি দিনগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেন সহ অবস্থান করেন আসানসোল শিল্পাঞ্চলের জনগণ এটাই তাঁর প্রার্থনা।’
এই শোভাযাত্রা চলার সময় বাকি মনীষীদের মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, অভিজিৎ ঘটক ও গুরুদাস চট্টোপাধ্যায়। শোভাযাত্রা শেষে আসানসোল মিউনিসিপ্যাল পার্ক ময়দানে এক সাংßৃñতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আসানসোলের তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =