নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করল বিজেপি। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই পঞ্চায়েতের ধুলাই চৌমাথা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এবং তার আশেপাশে পঞ্চায়েত নির্বাচনের জন্য একাধিক দলীয় পতাকা লাগান তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুÜৃñতীরা তৃণমূলের সেই দলীয় পতাকাগুলি ছিঁড়ে ড্রেনে ফেলে দেয় এমনকি গোলা চুনের পাত্রটিও ড্রেনে ফেলে দেয়। এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। ঘটনার কথা থানায় জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই ধরনের কার্যকলাপ করছে বিজেপি। অন্যদিকে, সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি জানান, এই ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।