গরমে পথচলতি মানুষের স্বস্তিতে শরবত বিতরণ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন, লাউদোহা: গ্রীষ্মের শুরুতেই সূর্যে প্রচণ্ড রোষের পড়ে প্রখর তাপে পুড়ছে রাজ্য। অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও চলছে দাবদাহ। কয়েক দিনেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রির বেশি। এই গরমে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরতে নিষেধ করছেন চিকিৎসকরা। কিন্তু বিভিন্ন প্রয়োজনে মানুষকে বাইরে বেরতে হচ্ছে, সান স্ট্রোক, হিট স্ট্রোকের বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও। তাই বাইরে বের হওয়া পথচলতি মানুষজনকে সাময়িক স্বস্তি দিতে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে শরবত সহ ঠান্ডা পানীয়।
পানশিউলি ßুñল মোড়ের সামনে মঙ্গলবার পথচলতি মানুষজনকে ঠান্ডা পানীয় ও শরবত খাওয়ানো হয়। সেই সঙ্গে ছিল ছোলা ও নকুলদানা। দলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, সপ্তাহে দু’দিন প্রতি মঙ্গল ও শনিবার দলের পক্ষ থেকে ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ করা হচ্ছে। কারণ এই দু’দিন এলাকায় হাট বসে। ফলে মঙ্গল ও শনিবার অন্যান্য দিনের তুলনায় বেশি মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তাঁদের তৃষ্ণা মেটাতে ও সাময়িক স্বস্তি দিতেই এই ব্যবস্থা বলে জানান গৌতমবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =