বোলপুর : বিশ্বভারতীর পাঠভবনে ছাত্রাবাসে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শান্তিনিকেতনের শান্তি বিঘ্নিত l কিভাবে মৃত্যু হলো এবং মৃত্যুর পর পরিবারের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি উপাচার্য এই দাবীতে শুক্রবার অশান্ত হয়েছিল বিশ্বভারতী চত্বর ,আর শনিবার প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবিতে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা পাশাপাশি এদিন নিহত ছাত্র অসীম দাসের গ্রামের বাড়ি নানুর থানার বনগ্রামে অনুব্রত মণ্ডলের নির্দেশে পৌঁছালো তৃণমূলের প্রতিনিধিদল।
তৃণমূলের এই প্রতিনিধিদলে নেতৃত্ব ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন নানুর বিধানসভা তৃণমূল বিধায়ক বিধান মাঝি ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তৃণমূল প্রতিনিধি দলের পক্ষ থেকে সমস্ত রকমের আশ্বাস দেওয়া হয় নিহত ছাত্রর পরিবারকে।