মালদায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি

মালদা : মালদার ইংলিশবাজার পুরসভা এলাকায় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা।

দুলাল (বাবলা ) সরকার নামে ওই কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেখানে উনি মারা যান।

সিএম এক্স এ লিখেচেন যে, “আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকারকে আজ খুন করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই তিনি (এবং তাঁর স্ত্রী চৈতালী সরকার) দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং বাবলা কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন।

ঘটনাটি জানার পর আমি দুঃখিত এবং অত্যন্ত মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচার করতে হবে।

আমি এতটাই মর্মাহত এবং দুঃখিত যে আমি কীভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাব জানি না। ঈশ্বর চৈতালীকে বেঁচে থাকার এবং যুদ্ধ করার শক্তি দিন।”

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মালদার ঝলঝলিয়া মাতাল মোড়ে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। আশেপাশে তখন ব্যস্ত মানুষজন। তারই মধ্যে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের মুখ হেলমেটে ঢাকা ছিল।

প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তৃতীয় গুলিতে বিদ্ধ হন তৃণমূল নেতা। এরপরেই সেখান থেকে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 7 =