নতুন বছরের প্রাক্কালে সমবায়ে জয় তৃণমূলের

নতুন বছর শুরুর আগে আর পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক সমবায়ে জয় তৃণমূলের। এবার জয় এল পূর্ব মেদিনীপুরে। শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পটাশপুরে সমবায় সমিতির দখল নেয় তৃণমূল। সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের জব্দা বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১৫ টি আসনের সবকটিতেই জিতেছে শাসক দল মনোনীত প্রার্থীরা। এদিকে এক আসনেও মনোনয়ন জমা দেয়নি বিরোধী বাম ও বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতার এই জয়লাভের পর শনিবার বিজয় উৎসবে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সবুজ আবির খেলার মধ্যে তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। জয়ী প্রার্থীরা বাইরে বেরিয়ে আসতেই তাদের মালা পরিয়ে দেন তৃণমূলকর্মীরা।

এই জয়ের প্রেক্ষিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অপরেশ সাঁতরা জানান, ‘জব্দার এই সমবায় সমিতিতে বিরোধীদের হারিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ১৫টি আসনের সবকটিতেই আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। এই সোসাইটির অর্থনৈতিক তছরুপ করে একে তলানিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে ওদের হেরে যাওয়ার প্রশ্নই নেই, ওরা একজনও প্রার্থী খুঁজে পায়নি। বিরোধীরা সেই কারণে এখানে ধরাশায়ী। এখানকার মানুষ তৃণমূলে পাশে রয়েছে। যেভাবে উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন পঞ্চায়েতে আমাদের জয় নিশ্চিত। বিরোধীরা ভোটে লড়াই করতে চাইলে তাদের স্বাগত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 11 =