দিল্লির পাশাপাশি কাঁকসায় প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে তৃণমূলের আন্দোলনের পাশাপাশি দলের নির্দেশে সোমবার সন্ধ্যায় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সামনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের। এদিন প্রতিবাদ কর্মসূচিতে গান্ধিজির প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে গান্ধিজির জন্মদিবস পালন করা হয়। এরপর ১০০ দিনের কাজের বকেয়া টাকা সহ রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সরব হয়ে কাঁকসা থেকে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্র সরকার ইচ্ছাকৃত ভাবে বাংলার গরিব মানুষকে ভাতে মারার জন্য বকেয়া টাকা আটকে রেখেছে। বাংলার মানুষের বাড়ির ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়ছে ঘরের ভিতরে। বারবার আবেদন জানিয়েও সেই সমস্ত মানুষের মাথায় ছাদ করে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। কেন্দ্র সরকারকে আবেদন জানিয়েও আবাস যোজনার টাকা তারা দিচ্ছে না। গরিব মানুষের টাকা আটকে রেখে পালটা কেন্দ্র সরকার ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে পরিকল্পনা করে টাকা আটকে রেখেছে। যেখানে কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দল পরিদর্শন করে তারা দুর্নীতি হয়নি বলেই রিপোর্ট পাঠানোর পরেও এখনও পর্যন্ত কেন্দ্র সরকার গরিব মানুষের প্রাপ্য টাকা দিচ্ছে না। তারই প্রতিবাদে সাধারণ মানুষ নিজেদের জব কার্ড নিয়ে দিল্লির বুকে যেমন প্রতিবাদ জানাচ্ছে, তার পাশাপাশি কাঁকসা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কর্মীরা প্রতিবাদে সরব হয়েছেন।
এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায়, কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =