ভুয়ো ছবি ও সংবাদ ছড়ানোর অভিযোগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বাঁকুড়ায় এফআইআর তৃণমূল ছাত্র পরিষদের

বাঁকুড়া : ভুয়ো ছবি ও সংবাদ ছড়িয়ে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরির অভিযোগ এনে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় এফআইআর দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ।

সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডুর নেতৃত্বে একদল কর্মী-সমর্থক মিছিল করে বাঁকুড়া সদর থানার সামনে হাজির হন। তাঁরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্লোগান তুলে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজ্যে দাঙ্গা ও বিভেদের বাতাবরণ তৈরি করার ষড়যন্ত্র চলছে।

থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে তীর্থঙ্কর কুন্ডু বলেন,রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কিন্তু সম্প্রতি মুর্শিদাবাদের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ও খবর প্রকাশ করেছেন। অন্য ঘটনার ছবি ব্যবহার করে মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপযুক্ত আইনি পদক্ষেপের দাবি করছি।

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা রাজ্যে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর এবং এই ধরনের উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয়, তার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =