নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: সঠিকভাবে ভোটগণনা হলে গেরুয়া শিবির জিতবে বলে দাবি বিজেপির। স্বচ্ছ ভোট হয়েছে, স্বচ্ছ গণনাও হবে বিজেপিকে পালটা কটাক্ষ তৃণমূলের। সোনামুখীতে জয়ের বিষয়ে দু’পক্ষই একশো শতাংশ আশাবাদী বলে দাবি তৃণমূল-বিজেপির।
বিজেপির দাবি, গণনা সঠিক হলে সোনামুখীতে বিজেপি একশো শতাংশ জয়লাভ করবে। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, ‘সোনামুখীতে অনেক ভালো রেজাল্ট হবে, যেটা আমরা আশা করিনি তার থেকেও ভালো ফল হবে । ২০২১ সালে গণনা কেন্দ্রে যেভাবে কারচুপি করা হয়েছে, সেদিক থেকে যদি সঠিকভাবে গণনা হয়, আমরা এখনও বলছি সোনামুখীতে তৃণমূল পরিষ্কার হয়ে যাবে।’
তবে বিজেপির পালটা শাসকদল তৃণমূল কংগ্রেসও জয়ের ব্যাপারে নিশ্চিত বলে দাবি করেছে। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় জানান, এর আগে বিধায়ক বলেছিলেন স্বচ্ছ ভোট হবে না, এখন উনিই বলছেন স্বচ্ছ ভোট হয়েছে। গণনার দিন বিধায়ক নিজে উপস্থিত থাকবেন। গণনা স্বচ্ছ ভাবে হবে, তৃণমূল কংগ্রেস কোনও অশান্তি চায় না। মানুষের রায় মাথা পেতে নেবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও তিনি দাবি করেন, ‘বিজেপির ওপর থেকে মানুষের ভরসা উঠে গিয়েছে। সোনামুখী ব্লকে দশটি পঞ্চায়েতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এখানে বিজেপি শূন্য হয়ে যাবে।’
উল্লেখ্য, রাত পোহালেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ভোটগণনার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন। জয়ের ব্যাপারে শাসক-বিরোধী দু’পক্ষই একশো শতাংশ আশাবাদী বলে দাবি তৃণমূল-বিজেপির। সোনামুখী ব্লকে তিনটি জেলা পরিষদ রয়েছে এবং ২৮টি পঞ্চায়েত সমিতি ও দশটি পঞ্চায়েতে ১৪৮টি পঞ্চায়েত আসন রয়েছে। সোনামুখী ব্লকের স্ট্রং রুম করা হয়েছে সোনামুখী কলেজে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে ও সিসিটিভির মাধ্যমেও নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সোমবার স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান ও সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য।