রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখে তৃণমূল কংগ্রেস আজ তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল। কলকাতার তৃণমূল ভবনে এই ইস্তাহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মূখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্তাহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ১০ শপথ হিসাবে দেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য, একশো দিনের কাজের সমস্ত জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারেন্টি ও তাঁদের ৪০০ টাকা দৈনিক মজুরির ব্যবস্থা। দেশের প্রত্যেকের জন্য আবাসন নিশ্চিত করা ও প্রত্যেককে পাকা বাড়ি দেওয়া। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া, পরিবেশ বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো বাড়ানো, মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের ৫ কেজি বিনামূল্যে রেশন প্রদান করা এবং তা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া ইত্যাদি।
এছাড়াও তৃণমূল কংগ্রেস তাদের ইস্তাহার তপসিলি জাতি ও উপজাতিদের উচ্চশিক্ষার বৃত্তি ও বার্ধক্য ভাতা বৃদ্ধিরও আশ্বাস দিয়েছে। কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গোটা দেশে মেয়েদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের আদলে সমস্ত মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতের বদলে দেশে একটি উন্নততর স্বাস্থ্যসাথী বিমা আনা হবে যা ১০ লক্ষের স্বাস্থ্যবিমার সুবিধা দেবে বলে ইস্তাহারে উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিলুপ্ত করা এবং এনআরসি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। অভিন্ন দেওয়ানিবিধিও ভারতজুড়ে প্রয়োগ করা হবে না বলে জানানো হয়েছে।