বিজেপি অফিসে ফ্লেক্স ছেঁড়া, পতাকা চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিষ্ণুপুর পুরসভা ২ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছে। কার্যালয়টি সাজানো হয়েছিল দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে। বিজেপির অভিযোগ, বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা বিজেপির এই কার্যালয়ে তাণ্ডব চালায়। তাদের বিভিন্ন নেতা নেত্রীর দেওয়া ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা। এমনকি কার্যালয়ের বাইরে উত্তোলন করা দলীয় পতাকাটি চুরি করে নিয়ে যায় এই দুÜৃñতীরা। রাতেই বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিষ্ণুপুর থানায়।
বিজেপির দাবি, তৃণমূল দলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাদের করার কিছু নেই, তাই তারা এই ধরনের কাজ করছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব¨্যােপাধ্যায়ের দাবি, তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে বিশ্বাসী নয়। তারা উন্নয়ন করতে ব্যস্ত। যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মানুষ বিজেপির পাশে নেই। যে ক’জন দলীয় কর্মী আছেন, তাও গোষ্ঠীদ্বন্দ্বের ভরপুর। নিজেরাই গোষ্ঠীদ্ব¨µ করে নিজেদের কার্যালয়ে ভাঙচুর করেছে, পতাকা চুরি করে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =