নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রণডিহা গ্রামে বিজেপির ফ্ল্যাট ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়।
বিজেপির মনোনীত প্রার্থী বর্ণালি মাঝি চক্রবর্তীর অভিযোগ, তা¥র সমর্থনে যে সমস্ত জায়গায় ব্যানার, পোস্টার লাগানো হয়েছিল তার মধ্যে বেশ কিছু জায়গায় সেগুলো তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা রাতের অন্ধকারের সুযোগে ছিঁড়ে দিয়েছে। বুধবার সকালে তিনি বিষয়টি জানতে পারার পর বুদবুদ থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
যদিও তৃণমূল নেতা তথা চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বিজেপি ভালো ভাবে জেনে গিয়েছে তারা এই অঞ্চলে জিততে পারবে না। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রচারের আলোয় আসার জন্য তারা এই কাজ করছে। এলাকার মানুষ তৃণমূলের পাশে আছে এবং তৃণমূলকেই তারা ভোট দেবে।