কলকাতা : দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ১০৯তম মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার। কলকাতার ময়দানে বাঘা যতীনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও, তিনি “বাঘা যতীন” নামেই সমধিক পরিচিত।
অনুষ্ঠানের শেষপর্বে, আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের চলমান আন্দোলন নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
মেয়র স্পষ্ট জানান, “এই বিষয়ে আমি কিছু বলব না।” তবে তিনি বাঘা যতীনের দেশের জন্য আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বাঘা যতীনের মতো বিপ্লবীরা না থাকলে হয়তো আজও আমরা পরাধীন থাকতাম। তাদের অবদান এবং প্রেরণা আমাদের সমৃদ্ধ করে। তাই আজ আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হতে পেরেছি।”
এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে মহান স্বাধীনতা সংগ্রামীর স্মরণে নানা আলোচনাসভা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।