দিল্লি পুরসভা জয়ের পথে আপ

নয়া দিল্লি: দিল্লি পুরসভা যে ২০২২-এ আম আদমি পার্টির দখলে আসতে চলেছে, এক্সিট পোলেই সে ইঙ্গিত মিলেছিল। যদিও তা মানতে চায়নি বিজেপি। এদিকে আপের দখলে দিল্লি সরকার। পুরসভার দখল নিতে পারছিল না তারা। গত ১৫ বছর ধরে যা দখলে রেখেছিল বিজেপি। এবার সেই দিল্লি পুরনিগমও দখলের পথে অরবিন্দ কেজরিওয়ালের দল।

দিল্লি পুরভোটের গণনা যত এগোচ্ছে, রাজধানীর বুকে ততই আম আদমি পার্টির দাপট স্পষ্ট হচ্ছে। বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিলেও দিল্লি পুরসভা তাদের হাতছাড়া হওয়া একরকম নিশ্চিত। এদিকে আপ এবং বিজেপি-র ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস। গণনার সর্বশেষ ফল অনুযায়ী, দিল্লি পুরসভার ২৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৩২টিতে এগিয়ে রয়েছে আপ। বিজেপি এগিয়ে ১০৩টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র দশটি আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =