পরিবেশ রক্ষার্থে বাইসাইকেলে ভ্রমণ! সচেতনতার বার্তা তারক, সঞ্জীতের

সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া : প্রতিটি মানুষই চায় নিজের জীবনকে সমস্ত ধরনের সৌন্দর্য দিয়ে ভরিয়ে তুলতে। আধুনিকতার ছোঁয়া লেগে ডিজিটাল যুগে এসে নিজেদের আধুনিকীকরণ করে তুলতে ক্রমান্বয়ে ধ্বংসের পথে যেতে বসেছে পরিবেশের ভারসাম্য। এইরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকলেই যখন নিজের নিজের কর্ম ব্যস্ততায় নিয়োজিত তখন পরিবেশকে রক্ষার্থে সাধারণ মানুষদের এবং পড়ুয়াদের সচেতন বার্তা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে বাইসাইকেলে করে ভ্রমণ করছেন কাঁচরাপাড়ার বাসিন্দা তারক চন্দ্র পাল ও ত্রিবেনীর বাসিন্দা সঞ্জীত কুমার দাস।
মূলত, তাদের লক্ষ্য বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করা। মূল লক্ষ্য তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতাবোধ তৈরি করা।
পাল ও দাস বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র গাছ তাই প্রতিটি মানুষের গাছ লাগানো প্রয়োজন। তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও পরিবেশ রক্ষার্থে সচেতনতা বার্তা নিয়ে পৌঁছে যান। সাধারণ মানুষদের সচেতনও করেন। যখন আমরা নিজেদের আধুনিকীকরণ করতে গিয়ে পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, তখন তারকচন্দ্র পাল, সঞ্জীত কুমার দাসরা নিজেদের নয় পরিবেশের কথা চিন্তা করছেন চিন্তা করছেন আগামী প্রজন্মের কথা। পরিবেশকে কিভাবে সুস্থ রাখা যায় সেটাই এখন তাদের মূল বিষয়।
তারকচন্দ্র পাল জানান, ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে গিয়ে সাধারণ মানুষদের কিভাবে পরিবেশকে সতেজ রাখা যায় তাই নিয়ে বার্তা দিয়ে এসেছি। আগামী দিনে প্রত্যেকে গাছ লাগান পরিবেশকে বাঁচান সাধারণ মানুষদের এই বার্তা দেব। তবে এহেন কাজে বেজাই খুশি নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + two =