মিলল ট্রানজিট রিমান্ড, লুথরা ভাইদের গোয়ায় নিয়ে এল পুলিশ

পানাজি : দু’দিনের ট্রানজিট রিমান্ডে গোয়ায় আগুন লাগা নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরাকে গোয়ায় নিয়ে এল পুলিশ। মঙ্গলবার দুপুরেই থাইল্যান্ড থেকে তাঁদের বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। সেখানেই তাঁদের গ্রেফতার করে গোয়া পুলিশ।

সৌরভ ও গৌরবকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজির করানো হয়। ম্যাজিস্ট্রেট ট্যুইঙ্কল চাওলা পুলিশকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে গোয়ায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। বুধবার ভোরে তাদের গোয়ায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন কর্তারা। দিল্লি বিমানবন্দরে বুধবার ভোরের একটি ফুটেজে দেখা গিয়েছে, পুলিশ আধিকারিকরা তাদের নিয়ে গোয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ২৫ জনের। সেই সময়ে পুলিশি তদন্তে মালিকপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতি প্রকাশ্যে আসে। বেআইনি নির্মাণ, সংকীর্ণ প্রবেশপথ থেকে শুরু করে ওই ক্লাবের মালিকদের বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ। ক্লাবের বিভিন্ন কর্মসূচির জন্য উপযুক্ত অনুমতি ছিল না, ওঠে এই অভিযোগও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =