কলকাতা: এ পুজো একটু অন্যরকম। বড় সাজানো মণ্ডপ নয়, বরং দুর্গা মায়ের সাবেকি প্রতিমা আনা হয়েছে ট্রামে।
এতদিন ট্রামে রেস্তোরাঁ দেখেছে কলকাতাবাসী। এবার ট্রামের দুর্গাপুজো মহানগরীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ভ্রাম্যমাণ ট্রামে মাদুর্গার আরাধনায় দর্শনার্থীদের মুগ্ধ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস ফাউন্ডেশন। পুজোয় শামিল রূপান্তরকামীরাও। এমনকী মায়ের চক্ষুদানও করেন রূপান্তরকামীরা।
বিষয় ভাবনা রিফিউজি। পুজোর উদ্বোধন করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। একদিকে ঐতিহ্যবাহী ট্রামে দুর্গাপুজো। তার উপর পুজোর থিম রিফিউজি দুর্গা। কালান্তক দেশভাগের পর দেবী দুর্গা এসেছেন কলকাতায়। সঙ্গে ছোট ছোট চার সন্তান। নেমেছেন শিয়ালদহ স্টেশনে। সদ্য শহরে এসে মাথা গোঁজার ঠাঁই পাননি। তাঁকে চিনে ফেলেছেন ভক্তরা। তাঁরাই ট্রামে যাতায়াতকারী দেবীকে সাদরে পুজো করছেন। এভাবেই সাজিয়ে তোলা হয়েছে ট্রামটিকে। সব মিলিয়ে দর্শনার্থীদের মন কাড়ছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস ফাউন্ডেশনের পুজো।
হেরিটেজ ট্রামে পুজো, বিষয় ভাবনা রিফিউজি, এর উপর রূপান্তরকামীদের পুজোয় শামিল করে সামাজিক বার্তা দিতে চেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস। সেই কারণেই একশ্রেণির মানুষের কাছে সামাজিকভাবে ব্রাত্য রূপান্তরকামীদের দিয়ে চক্ষুদানও হয়েছে মাতৃপ্রতিমার। উদ্যোক্তরা জানিয়েছেন, দুর্গাপুজোর অঞ্জলি, প্রসাদ বিতরণ ইত্যাদি হবে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে।