কলকাতা-হাওড়া : ২২ সেপ্টেম্বর গভীর রাত থেকে টানা প্রবল বর্ষণে কলকাতা ও হাওড়া এলাকায় রেললাইন ডুবে যায়। এর ফলে ২৩ সেপ্টেম্বর ভোররাত থেকে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা বিভাগে ব্যাপক ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পূর্ব রেলের সিপিআরও দীপ্তিময় দত্ত একাধিক প্রেস রিলিজে জানান, যাত্রী সুরক্ষা মাথায় রেখে জরুরি ভিত্তিতে পরিষেবা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে রেল।
হাওড়া স্টেশনের পয়েন্ট নং ১২২, ১২৩, ১০৮, ১০৯, ৯৪, ১৫, ১০৬, ১০৫ ও ৮৯ ভোর ৩টা ৪০ মিনিট থেকে অকেজো হয়ে যায় জল জমে যাওয়ার কারণে। ফলত একাধিক এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণ করা হয়।
বাতিল ও নিয়ন্ত্রিত ট্রেন পরিষেবা
আপ এক্সপ্রেস/মেল: হাওড়া থেকে ছাড়ার কথা ছিল এমন ৩টি বন্দে ভারত এক্সপ্রেস (২২৩০১, ২২৩০৩, ২২৩০৯), ১২০১৯ রাঁচি শতাব্দী এক্সপ্রেস, ২২৩৮৭ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং ১৩০১৭ গন্ধর্ব এক্সপ্রেস নিয়ন্ত্রণে রাখা হয়।
ডাউন এক্সপ্রেস/মেল: ১২৩৪৬ সরাইঘাট এক্সপ্রেস, ১৩০৬৪ এবং ১৩০৭২ ডাউন ট্রেন মাঝপথে নিয়ন্ত্রণ করা হয়।
লোকাল ট্রেন বাতিল: ৩৬০৮১ (হাওড়া-মসাগ্রাম), ৩৭২১৫ (হাওড়া-বাঁকুড়া), ৩৭৩৫৩ (হাওড়া-তারকেশ্বর), ৩৭৩০৭ (হাওড়া-হরিপাল), ৩৭৩১১ (হাওড়া-তারকেশ্বর)
শিয়ালদা বিভাগে নিয়ন্ত্রণ
উত্তর ও মেন শাখায় প্ল্যাটফর্ম নং ৭ থেকে সীমিত সংখ্যক লোকাল পরিষেবা চালু করা হয়।
১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস (কলকাতা থেকে) বাতিল করা হয়।
১৩১৭৭ শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল।
দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
চক্র রেলপথ এবং চিৎপুর ইয়ার্ডেও জল জমে যাওয়ায় ট্রেন পরিষেবা স্থগিত।
রিসিডিউল হওয়া ট্রেন
২২৩০১ হাওড়া-শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫টা ৫৫ মিনিটের বদলে ছাড়ে সকাল ৭টা ৪৫ মিনিটে।
২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬টা ৪৫ মিনিটের বদলে ছাড়ে সকাল ৮টা ১০ মিনিটে।
২২৩০৯ হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৭টা ৪৫ মিনিটের বদলে ছাড়ে সকাল ৮টা ২০ মিনিটে।
একইভাবে ১২৩৬৩ আপ হলদিবাড়ি-কলকাতা ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, একাধিক জায়গায় জল নিষ্কাশনের জন্য পাম্প বসানো হলেও পার্শ্ববর্তী নাগরিক এলাকায় জল জমে থাকায় রেলইয়ার্ডে ফের জল ঢুকে সমস্যাকে আরও জটিল করেছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রী সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার এবং পরিস্থিতি স্বাভাবিক করতে রাতভর কাজ চলছে।
এছাড়াও বৃষ্টিতে ব্যাহত কলকাতা মেট্রো, আংশিক পরিষেবায় যাত্রী দুর্ভোগ
টানা রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত হল কলকাতা মেট্রোর পরিষেবা। মঙ্গলবার ভোরের পর থেকেই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গতকাল রাত থেকে টানা পাঁচ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। এর জেরে মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝের অংশে ব্যাপক জল জমে যায়। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
তবে সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেওয়ার পথে হাঁটেনি মেট্রো রেল। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আংশিক পরিষেবা চালু রাখা হয়েছে যাতে নিত্যযাত্রীরা কিছুটা হলেও উপকৃত হন। অফিসযাত্রী ও স্কুল-কলেজগামীদের ভোগান্তি এড়াতে বিশেষ নজর রাখা হচ্ছে বলেই আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এই মুহূর্তে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মেট্রোর আধিকারিক ও কর্মীরা ইতিমধ্যেই জলমগ্ন স্টেশন এলাকায় পৌঁছেছেন। পাম্প ব্যবহার করে স্টেশন প্রাঙ্গণ ও টানেল থেকে জল নিষ্কাশনের কাজ জোর কদমে চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষের আশা, যদি বৃষ্টি থেমে যায় এবং জল দ্রুত নামানো সম্ভব হয়, তবে খুব শিগগিরই বন্ধ পরিষেবা পুনরায় চালু করা যাবে। যাত্রী নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

