মঙ্গলবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। গ্রুপ এ -এর পয়েন্টস টেবিলে খুব একটা ভালো জায়গায় ছিল না রেল। সিনিয়র ফুটবলারদের নিয়ে দল সাজিয়ে রেলকে লাইনচ্যুত করল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে জয়ের রাস্তা সহজ করে ইস্টবেঙ্গল।
তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে গোল করে ব্যবধান বাড়ান নাসিব রহমান। সোমবার অনুশীলনে কোচ বিনো জর্জের কড়া হাতে হাল ধরেন। তার ফল পাওয়া গেল মঙ্গলবার মাঠে। গত ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে জয় পেলেও দলের খেলায় অসন্তুষ্ট ছিলেন কোচ।
ডুরান্ডের ম্যাচ থাকায় সিনিয়র ফুটবলারকে দেখা যাবে না আশা করা হয়েছিল। তবে এদিন প্রথম একাদশে দেখা গেল অধিনায়ক সৌভিক চক্রবর্তী, পিভি বিষ্ণু, ডেভিড লালহানসাঙ্গাকে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডাগআউটে রেলের কোচ হিসেবে ছিলেন মেহতাব হুসেন। এই ম্যাচ হেরে অবনমনের দিকে যেন একধাপ এগিয়ে গেল রেল। ম্যাচে লাল কার্ড দেখলেন চাকু মাণ্ডি। ফলে পরবর্তী ম্যাচে তাকে পাচ্ছেন না বিনো। এদিন জয়ের পর ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্টস তালিকায় প্রথম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।

