হাওড়া : মহালয়ার ভোরে তর্পণ করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হুগলি নদীতে উলুবড়িয়া কালীবাড়ি ঘাটের কাছে।
শুরু হয়েছে নাবালিকার খোঁজ। নাবানো হয়েছে ডুবুরিও। যদিও এখনও নাবালিকার কোনও সন্ধান পাওয়া যায়নি। দেবীপক্ষের সূচনাতেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
মহালয়ার ভোরের কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলে তর্পণ। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা সর্বত্রই। তেমনই উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটেও জোরদার ছিল নিরাপত্তা। এরইমধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ওই নাবালিকাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

