কোচবিহার : কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ম্যারাথনে অংশ নেওয়া এক ছাত্রের মৃত্যু হল অসুস্থ হয়ে। মৃতের নাম রিয়েশ রাই (১৮)। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়িতে। মৃত ছাত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। বাড়ি গরুবাথানের ফাগুতে।
স্থানীয় সূত্রের খবর, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে এদিন পাতলাখাওয়া থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৮ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। সেই মতো সকালে পাতলাখাওয়া থেকে দৌড় শুরু হয়। প্রায় ২৫০ জন এতে অংশ নেন।
ম্যারাথনে শামিল হয়েছিলেন রিয়েশও। শুরু থেকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু পুণ্ডিবাড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় আসার পরই অসুস্থ হয়ে আচমকা মাটিতে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

