গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় পুকুরে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুড়িয়া থানার উত্তর মেদিয়া গ্রামে। বাদুড়িয়া থানার পুলিশ এসে মৃতদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিরাটির বাসিন্দা বছর ৩৫ এর কৌশিক দেবনাথ পেশায় হোটেল ব্যবসায়ী। বছর ৩০ এর স্ত্রী সুনন্দা মণ্ডল প্রাইমারি শিক্ষিকা। উত্তর মেদিয়া গ্রামে মামা জয়দেব সানার বাড়িতে কালী পুজো উপলক্ষে এসেছিলেন। রবিবার ভোরবেলা কালী ঠাকুর বিসর্জন দিতে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে পরিবারের অন্যান্য সদস্যরা যায়। তার পিছনে স্বামী স্ত্রী একটি চারচাকা গাড়ি নিয়ে রাস্তা থেকে আসার সময়, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নামিয়ে দেয়। পুকুরের মধ্য গাড়ির দরজা না খুলতে পেরে শ্বাসরুদ্ধ হয়ে যান। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী শাহজাহান মণ্ডল জানান, ওই গাড়িটি চালাচ্ছিলেন শিক্ষিকা, সেই গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে ঢুকে যায় আমরা অনেক চেষ্টা করেছি কোনও রকমে গাড়ির দরজা এবং কাঁচ ভাঙা যায়নি। অনেক সময় পর উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি ওই গাড়ি চালক ও সঙ্গে থাকা ওই চালকের স্বামী দু’জনের নিথর দেহ উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনা ঘটার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ এসে মৃতদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, গাড়ি চালানোর উপযুক্ত প্রশিক্ষণের অভাব ছিল, না অন্য কোনো কারণ ছিল। তদন্ত করছে পুলিশ।