দমদম জংশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ল বৃদ্ধের পা

দমদম : দমদম জংশন রেলস্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রবিবার সকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক বৃদ্ধের পা কাটা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন চলতে শুরু করার পর বৃদ্ধ ট্রেনে ওঠার চেষ্টা করেন, কিন্তু ভারসাম্য হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রীরা তৎক্ষণাৎ রেল পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করে। এরপর তাঁকে দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বৃদ্ধের পায়ের ক্ষতি গুরুতর হওয়ায় চিকিৎসকরা তৎক্ষণাৎ অস্ত্রোপচারের পরামর্শ দেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =