মালদা : মালদায় এ বার খেলাধুলোর প্রতিযোগিতার সূচনায় শূন্যে গুলি ছুড়লেন একদল যুবক। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল এলাকায়। নড়েচড়ে বসেছে প্রশাসনও। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে কয়েকটি বন্দুক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এফআইআর-ও দায়ের হয়েছে। তবে এই ঘটনায় আটক বা গ্রেফতারির কোনও খবর মেলেনি।
জানা গেছে, শুক্রবার সকালে ‘টিপটপ ক্লাব’-এর উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছিল নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। খেলার সূচনা করতে গিয়ে কয়েকজন যুবক হাতে বন্দুক নিয়ে গুলি ছোড়েন! এই দেখে দর্শকদের মধ্যেও প্রবল উচ্ছ্বাস দেখা দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় প্রশাসন।
পুলিশ জানিয়েছে, কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত, তাদেক বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে, এখনও কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মনসুর আহমেদ খান, মহম্মদ আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী ও মহম্মদ বখতোয়ার খান।
প্রসঙ্গত, মালদার ইংরেজবাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে ঠিক ২২ দিন আগে। বৃহস্পতিবার মালদহে কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। সেই পরিস্থিতির আঁচ না মিটতেই মালদায় ঘটল এদিনের ঘটনা।

