পুজো প্যাকেজ ঘোষণায় পর্যটন দফতরের অনুষ্ঠান বাতিল

কলকাতা : শেষ মুহূর্তে মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন বাতিল করা হল।

রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে এদিন সকালে ১১টা নাগাদ আয়োজনের কথা ছিল। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড এর সল্টলেকে উদয়াচল ট্যুরিস্ট লজে। এই প্রসঙ্গে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে জরুরি ভিত্তিতে বার্তা পাঠিয়ে শেষ মুহূর্তে বাতিলের কথা জানানো হয়েছে।

আসন্ন শারদোৎসবের প্রাক্কালেই রাজ্য সরকারের ব্যবস্থাপনা অনুযায়ী – পুজোতে প্যাকেজ ট্যুরের কথা ঘোষণার জন্য পূর্ব ঘোষণা করা হয়েছিল। মূলতঃ পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী বক্তব্য রাখতেন। সেইসঙ্গে রাজ্য পর্যটন দফতরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর উপস্থিত থাকার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =