জলপাইগুড়ি : একাধিকবার প্রশাসনিক বৈঠকের পরেও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে হুঁশ ফেরেনি বেশ কিছু টোটো চালকদের। বহু টোটোতেই নেই লুকিং গ্লাস।
নেই পুরসভার দেওয়া নম্বর প্লেটও। প্রশাসনিক নিয়ম না মেনে চলা টোটোগুলির বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় অভিযান।
ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। মোট ১২টি টোটো আটক করা হয়েছে। বেশ কিছু টোটো চালকদের সতর্ক করা হয়েছে। টোটোর বাড়বাড়ন্ত রুখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।