কলকাতা : নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ, নাবালিকার যৌন হেনস্থা করেছে সে। তার পর তাঁকে খুন করে দেহ ফেলে দেয় জঙ্গলে।
কীভাবে কিশোরীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ঘটল, তাঁরা আগে থেকে পরিচিত ছিলেন কি না, কেন কিশোরীকে খুন করা হল, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার ১৬ বছরের কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছিল নিউ টাউনের এক জঙ্গল এলাকা থেকে। রবিবার এই ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করল পুলিশ। কিশোরীর সঙ্গে কী ঘটেছিল জানার জন্য লোহার ব্রিজের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে শনাক্ত করা হয়।

