কাল প্রাথমিকের টেট পরীক্ষা

কাল প্রাথমিকের টেট। অন্যদিকে কালই আবার লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে কলকাতায়। তার উপর আবার ক্রিসমাস ইভ। স্বভাবতই এই তিন পর্বকে সামনে রেখে শহরে মসৃণভাবে যান চলাচল করানো সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। শুধু শহর কেন, গোটা রাজ্যেই টেট পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেদিকে নজর সরকারের। টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিশেষ কন্ট্রোল রুম চালু করছে। যার নম্বর ০৩৩২৪৭৫১৬২১, ১৮০০৩৪৫৫১৯২। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।

রাজ্যজুড়ে মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে। এই নিয়ে পরপর দু’বছর টেট হচ্ছে। কিন্তু, নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =