উঠতি মডেল লিভ ইন পার্টনারকে যৌন নির্যাতন, হেনস্থা! ধৃত অভিনেতা

কলকাতা:লিভ-ইন পার্টনার, উঠতি মডেলকে বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ। টলিউড অভিনেতা অতীশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করল হরিদেবপুর থানার পুলিস। মহিলার অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন উঠতি মডেল তথা তাঁর লিভ-ইন পার্টনার। ধৃতের বিরুদ্ধে ৩৪১,৩২৩,৩২৪,৩৫৪,৩৫৪বি, ৫০৬, ৫০৯ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে।

বাংলা সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত অতীশ ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে প্রেমিকা  হরিদেবপুর থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে। বসিরহাটের বাসিন্দা মহিলা। পেশায় মডেল।তাঁর অভিযোগ, গত ৬ মাসের মধ্যে বার বার তিনি তাঁর লিভ-ইন পার্টনার অতীশের বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাকে বারবার লাথি, ঘুষি, এমনকি কামড়ে দিয়েছেন অতীশ। লোকজনের সামনে জামাকাপড় পর্যন্ত টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। দুদিন আগেও ঠিক এরকম ঘটনা ঘটে। তাঁকে মারধর করা হয়। মারধরের পর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। নিজের বাড়িতেই এহেন কাণ্ড ঘটান অভিযুক্ত অভিনেতা অতীশ ভট্টাচার্য।

এই অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিস নেতাজিনগর থেকে অতীশকে গ্রেপ্তার করে বুধবার আলিপুর আদালতে তোলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 5 =