অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। এরপর এই দুই দল খেলছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওই ম্যাচে ওডিআই ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছিল হার্দিক পান্ডিয়ার। তারপর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই ম্য়াচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন রোহিতের ফেরার সেই ম্যাচে ১০ উইকেটে লজ্জার হারের সাক্ষী হয়েছে ভারত। ব্যাটে-বলে সব বিভাগেই ভারতকে উড়িয়ে দিয়ে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। আপাতত সিরিজ এখন ১-১। চেন্নাইয়ে সিরিজের তৃতীয় অর্থাৎ নির্ণায়ক ম্যাচ। ক্রিকেট মহলে এমনকি দুই দলই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরছে এই সিরিজকে। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে সিরিজে হারের লজ্জার সাক্ষী হতে চাইবে না ভারত। এ বার দেখার শেষ ম্যাচে বাজিমাত করে কারা?