বেগুসরাই : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শনিবার সকালে বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ বলেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে মমতাকে অপসারণ করতে হবে।
আইপ্যাকের অফিসে ইডি-র অভিযানের সময় মমতার হস্তক্ষেপের নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “এই মহাজোট কোথায়? নির্বাচন এলেই তাঁরা একত্রিত হয়। বাংলায় সবাই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী। আমি কখনও এমন কোনও মুখ্যমন্ত্রীকে দেখিনি যিনি ইডি-র কাছ থেকে সমস্ত নথি ছিনিয়ে নেন। ওই কাগজপত্রগুলিতে কী গোপন কথা ছিল?
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশে পরিণত করতে চান, বাংলাকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চান। বাংলার হিন্দুদের ভয় দূর করতে এবং বাংলাকে বাঁচাতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করতে হবে।”

