পরিবেশ ও শরীর বাঁচাতে সাইকেলে করে জেলা ভ্রমণকারীর দেখা মিলল আরামবাগে

মহেশ্বর চক্রবর্তী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগানো যেমন প্রয়োজন তেমনি দূষণ কমাতে হলে মানব সমাজকে সচেতন করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন এক দল যুবক। কলকাতা থেকে পুরুলিয়া জেলার অযোগ্য পাহাড়। এই যুব দলের রাজীব ভাদুরি নামে এক সাইকেল রাইডারকে দেখা গেল হুগলি জেলার আরামবাগে। তিনি সাইকেলে করে অযোগ্য পাহাড় থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিলেন। জানা গিয়েছে, পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং গাছ লাগানোর বার্তা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ভ্রমন করেন তিনি। এদিন প্রকৃতি প্রেমী মানুষকে দেখা গেল হুগলি জেলার আরামবাগে। পৃথিবীবে সুস্থ ও স্বাভাবিক রাখতে গাছ লাগানো এবং শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে সাইকেল চালানোর বার্তা দেন প্রকৃতিপ্রেমী রাজীব ভাদুরি। প্রকৃতিপ্রেমী রাজীব ভাদুরি, নিজে গাছ লাগান এবং অপরকে লাগাতে উদ্বুদ্ধ করার জন্য সাইকেলে করে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন জেলায়। রাজীব ভাদুরির হাতে রয়েছে একটি সাইন বোর্ড। তাতে লেখা আছে, প্যাডেলার কলকাতা থেকে সাইকেলে অযোগ্য পাহাড়। এই বিশ্বকে পৃথিবীর বাসযোগ্য করে তুলতে হবে। সাইকেলের পিছনে লাগানো আছে একটি সাইনবোর্ড। তাঁর দাবি, গাছ শুধু সৌন্দর্যায়নের জন্যই গুরুত্বপূর্ণ নয় মানুষের প্রতিদিনকার জীবনধারণের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দানকারিী। শ্বাস-প্রশ্বাসের জন্য সমস্ত জীবকুল নির্ভরশীল অক্সিজেনের উপরে। তাই গাছ লাগানো প্রয়োজন। পাশাপাশি শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে সাইকেল চালাতে হবে। আর এই বার্তা নিয়ে তিনি একটি সাইকেলে করে ছুটে চলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই বিষয়ে রাজীব বাবু জানান, গাছ বসান প্রকৃতি বাঁচান এবং সাইকেল চালান শরীরকে সুস্থ রাখুন। সবমিলিয়ে তাঁর এই প্রকৃতি প্রেমের জন্য প্রশংসা করেছেন জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =